মো. আল আমিন
বগুড়ার শাজাহানপুরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে হোসেন আলী প্রাং(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলাধীন আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানাযায় নিহত হোসেন আলী ওই এলাকার ইফরান আলীর ছেলে। এ ঘটনায় নিহত হোসেন আলীর বাবা ইফরান আলী ও ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে ইয়াছিন তালুকদার আহত হয়েছেন। তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে নিহত ইফরান আলী তার বাড়ির পশ্চিম পাশের ধানের জমিতে হোসেন ও ইয়াছিনকে নিয়ে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। এতে গুরুতর আহত হন ইফরান ও ইয়াছিন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। আহত দুইজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি আরও জানান, বজ্রপাতে নিহত ইফরান আলীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে