১০ সেপ্টম্বর (শনিবার) সারিয়াকান্দি পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে প্রবীণের সাথে তরুনদের লড়াই বেশ জমে উঠেছে। সারিয়াকান্দি পৌর ৯টি ওয়ার্ড বিএনপি'র কমিটির সদস্যদেও ভোটারের মাধ্যমে ১জন সভাপতি, ১জন সাধারণ সম্পাদক এবং ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪জন প্রার্থী রয়েছেন। পৌর বিএনপি'র সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ নেতা আমিরুল মোমিন পিন্টু (মই), সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব টিপু সুলতানের স্ত্রী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবী (ছাতা), পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তরুন নেতা সাহাদৎ হোসেন সনি (দেয়ালঘড়ি), পৌর বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম (আনারস)।পৌর বিএনপি'র সম্মেলনে ৪টি পদে ১১ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের দিন-রাত প্রচার প্রচারণায় এলাকা এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সভাপতি পদে প্রবীণ নেতা আমিরুল মোমিন পিন্টু এবং তরুন নেতা সাহাদত হোসেন সনির মধ্যে নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। প্রবীণ নেতা আমিরুল মোমিন পিন্টু না কি তরুন নেতা সাহাদৎ হোসেন সনি সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন এনিয়ে বিএনপি'র নেতা কর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা। বিজয়ের আসা নিয়ে মাঠে আছেন সাবিনা ইয়াসমিন বেবী (ছাতা) ও মাহবুবুর রহমান রুস্তম (আনারস)।সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাখাওয়াত হোসেন ডাবলু (ফুটবল), এ্যাডঃ সরিফুল ইসলাম হিরা (মোরগ), ইউনুস আলী (মোটর সাইকেল) এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন খন্দকার শ্যামল (গোলাপ ফুল), তাহেরুল ইসলাম পাজ্ঞাব (আম), সোহেল রানা (কাপ পিরিচ),আব্দুল করিম ইঞ্জিল (চশমা)। পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল বলেন, শনিবার সারিয়াকান্দি পৌর বিএনপি'র সম্মেলন সফল করতে সকলের সহযোগীতায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপি'র যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে তিনি আশা রাখেন।
উল্লেখ্য, শনিবার একই স্থানে উপজেলা বিএনপি'র সম্মেলনে ১২টি ইউনিয়ন বিএনপি কমিটির সদস্যরা তাদের ভোটের মাধ্যমে ১জন সভাপতি, ১জন সাধারণ সম্পাদক এবং ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
১ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে