বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে সাবিনা ইয়াসমিন বেবি পেয়েছেন ১ ভোট। তিনি সম্মেলনে পৌর বিএনপি'র সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ২০২১ সালের পৌর নির্বাচনে সাবিনা ইয়াসমিন বেবিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেয়র পদে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছিল। ওই পৌরসভা নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেও জামানত হারিয়েছেন। বেবী সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব টিপু সুলতানের ২য় স্ত্রী।
সম্মেলনে পৌর বিএনপি'র সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সাহাদৎ হোসেন সনি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল মোমিন পিন্টু মই প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৩ ভোট।
অপর প্রার্থী মাহবুবুর রহমান রুস্তম পেয়েছেন ১০২ ভোট এবং সাবিনা ইয়াসমিন বেবি ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১ ভোট।
এ বিষয়ে উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা বলেন, সাবিনা ইয়াসমিনকে হয়তো কেউ ভোট দেয়নি। শুধুমাত্র তার ভোটটাই সে পেয়েছে।বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
পৌর বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা বলেন, বিএনপি মনোনীত পৌর মেয়র প্রার্থী পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে মাত্র ১ ভোট পেয়েছেন। এ ঘটনায় আমাদের দলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে।
দীর্ঘ ২০ বছর পর বগুড়া সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
সাবিনা ইয়াসমিনকে মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
১ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে