রমজানকে স্বাগত জানিয়ে সারিয়াকান্দিতে জামায়াতের মিছিল
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে “মাহে রমজানের ডাক” সম্বলিত ব্যানারে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার নেতা-কর্মীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে আছরের নামায পর সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়।
নানা স্লোগানে মুখরিত মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও মসজিদ মোড়ে এসে শেষ হয়। এর আগে সারিয়াকান্দি ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আলোচনা সভা করেন জামায়াতের নেতা-কর্মীরা। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব উল্লেখ করে বক্তারা রমজানে সকল প্রকার অশ্লীলতা বন্ধ ও দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওঃ এনামুল হক চন্দনী, সহ-সেক্রেটারি জহুরুল কাজী, সাদিকুল ইসলাম স্বপন, পৌর আমির মাওঃ রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আশিকুল ইসলাম বেলাল, সহ- সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সভাপতি আসিফ খান এবং সেক্রেটারি আবতাহি বুরহান মাহি প্রমুখ।