বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী নাবী জাতের রোপা আমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত ১লা আগষ্ট (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সারিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে বিতরণের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় চন্দ্র মোহন রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী, উপকারভোগী কৃষকদের মধ্যে হেলাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকগণ এবং উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি করে রোপা আমন ধান বীজ ও সার এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
১ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে