চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামে এক দম্পতির জোরপূর্বক জমি দখল করে রেখেছে একটি কুচক্রী প্রভাবশালী মহল। জমি দখলদারদের উচ্ছেদ করতে গেলে মারধর ও প্রানে নাশের হুমকি দেয় একই এলাকার একটি প্রভাবশালী মহল। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে শুয়ারুল গ্রামের জুলেখা ও তার স্বামী নাজমুল হাসান পাটোয়ারী। তাদের হেয় প্রতিপন্ন করতে উল্টো অপপ্রচার চালায় ওই চক্রটি। এই অপপ্রচারের প্রতিবাদ জানান দম্পতি জুলেখা ও নাজমুল হাসান।
তারা বলেন, সাচার ইউনিয়নের ৫নং শুয়ারুল মৌজার হালে ৯৮৬, সাবেক ৩১৩ দাগের ২৬ শতাংশ জমির কিয়দাংশ একই গ্রামের আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম,শিশু মিয়ার ছেলে হারুনুর রশীদ,কুদরত আলীর ছেলে মফিজুল ইসলাম,কোব্বাস আলী পাটওয়ারীর ছেলে মকবুল হোসেন পাটওয়ারী ও সাহেব আলীর ছেলে নবীর হোসেন গংরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে। ফলে পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে গ্রামের শালিসি ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও সম্পত্তি দখলমুক্ত করতে পারেননি তারা।
এছাড়া জোরপূর্বক জমি দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার এবং দখলদারদের উচ্ছেদের জন্য গত বছর ২০২৩ সালের ৩০ ডিসেম্বর বিজ্ঞ কচুয়া সিনিয়র সহকারী জজ আদালতে জুলেখা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নবীর হোসেন,নাজিম হোসেন,শাহ আলম,এনায়েত হোসেন,ফরহাদ হোসেন ও নূর হোসেনকে আসামী করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। গত ৬ নভেম্বর ভূক্তভোগী জুলেখার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলার বিচার চেয়ে ১০ নভেম্বর কচুয়া বিজ্ঞ আমলী আদালতে আরেকটি মামলা দায়ের করেন তিনি। এই মামলাটিও কচুয়া থানা পুলিশের নিকট তদন্তাধীন রয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার,দখলদারদের উচ্ছেদ ও আসামীদের শাস্তির দাবি জানান দম্পতি জুলেখ ও নাজমুল হাসান।
৯ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২২ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
৬৮ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
৭১ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৭৫ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে