কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান (৩৫) সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। পেশায় তিনি বিকাশের এজেন্ট ছিলেন।
নিহতের ভায়রা ওমর ফারুক বলেন, আব্দুর রহমানকে রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলতে দেখেন এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে তার মরদেহ পাওয়া গেছে। পরে আব্দুর রহমানের স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রাতের কোনো এক সময় আব্দুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে