বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

চৌদ্দগ্রামে একটি সিএনজি চুরির মামলায় চোর চক্রের সক্রিয় ১২ সদস্য গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা উদ্বার

চোর চক্রের সক্রিয় ১২ সদস্য গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা উদ্বার

কুমিল্লা চৌদ্দগ্রাম  থানার একটি সিএনজি চুরির মামলার সূত্র ধরে কুমিল্লা ডিবির একটি টীম এসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন এবং এসআই/ সৈয়দ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল’সহ চোরাই কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরন্জামাদি উদ্ধার করেন। এ সংক্রান্তে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয় দুপুর ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি টিমটি প্রথমত কোতয়ালী মডেল থানাধীন খেতাসার এলাকা হতে সক্রিয় চোর চক্রের সদস্য ০১। হেদায়েত উল্লাহ @ মনির(৩৮)কে আটক করে। তার দেওয়া তথ্যমতে কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউপির গোলাবাড়ী বাজারস্থ (ধর্মনগর চৌমুহনী) হারুন ম্যানশন মার্কেট থেকে আসামী ০২।  মোঃ জালাল উদ্দিন (৪০) কে তার নিজ গ্যারেজ হতে আটক করে এবং তার জিম্মা হতে ০৬ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।উক্ত আসামীর দেওয়া তথ্যমতে মুরাদনগর থানাধীন বাখরানগর হতে আরো ০৩ জন যথাক্রমে  ০৩। মোঃ অহিদুর রহমান @  অহিদ (৩২) ০৪। নাছির উদ্দিন (২৬) ০৫। মোঃ সোহেল (৩৫) ০৬। মোঃ তৌকির হোসেন(৩২)দেরকে একটি রেজিঃ নম্বর বিহীন চোরাই সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার করে।পরবর্তীতে অভিযানের ধারাবাহিকতায় চোর চক্রের সদস্য ০৭।মোঃ ইমদাদুল হক @ জাহাঙ্গীর (৫০)কে দেবিদ্বার থানা এলাকা থেকে এবং ০৮। আবু তাহের কে চান্দিনা থানাধীন মহিচাইল এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ০৯। মোঃ রুকুনুজ্জামান (৪২), ১০। মান্নান মিয়া (৫২), ১১। মোঃ ফজলু মিয়া (৪০) এবং ১২। মোঃ বাবুল সরকার (৪৬)গনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মান্নান মিয়া(৫২) এর দাউদকান্দি মডেল থানাধীন তুজারভাঙ্গার গ্যারেজ হতে ০৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা এবং মোঃ বাবুল সরকার এর হোমনা থানাধীন কাশিপুরস্থ গ্যারেজ হতে ০৩টি অটোরিক্সা ও ০২টি মোটর সাইকেল এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সমূহ উদ্ধার করা হয়।উক্ত চোরাই সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই/ বিল্লাল হোসেন বাদী কোতয়ালী থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-১২/১০/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাড়ী চুরি প্রতিরোধ কল্পে এই ধরনের অভিযানের পাশা-পাশি অস্ত্র, চোরাচালান ও মাদককারবারী এবং তাদের মদদদাতাদের গ্রেফতার ও সনাক্তকরণে অভিযান অব্যাহত আছে।

আরও খবর