কুমিল্লা চৌদ্দগ্রাম মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির যৌথ উদ্যোগে দিনব্যাপী ২৫০০ বন্যার্ত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি মোঃ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ, মহসিনুল উম্মাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আরিফ হোসেন বাপ্পি, সাইদুর রহমান রিপন, সাদ্দাম হোসেন, রাসেল মজুমদার, রবিউল হাসান, মোঃ সোহাগ, রায়হান উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দশটি মেডিকেল বুথের মাধ্যমে বন্যার্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া উনকোট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৯ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
১ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে