কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন ও বন্যার্ত ১১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি ও রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা ছানা উল্লাহ। মাওলানা আবদুল মমিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার আবদুল জলিল, হাজী একেএম শহীদুল আলম, ব্যবসায়ী মোঃ খোকন, মাস্টার আবদুল হাই, মোঃ ইলিয়াছ, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হাসান মাসুদ, ব্যবসায়ী ফরিদ উদ্দিন ফটিক। রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন তারুণ্যের শক্তি সংগঠন। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক যুবক ও বন্যার্ত অসহায় মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে অসহায় মানুষের কল্যাণে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রেমিটেন্সযোদ্ধা মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ।
১ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে