বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার খালেদ জুয়েল'র থাবা থেকে মানুষ মুক্তি চেয়ে মানববন্ধন ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত পরিবারের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ চৌদ্দগ্রাম কাশিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবির শিক্ষা উপকরণ ও নাস্তা বিতরণ করেন আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পথচারী নিহত গোয়ালন্দে পৃথক পৃথক অভিযানে ৭২ পুরিয়া হেরোইন সহ ২ মাদক কারবারি আটক। বাঙালীয়ানা সাঁজে ইবিতে বর্ষবরণ লাখ টাকা নিয়েও মাহফিলে না আসায় মুফতি বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে প্রতারণার মামলা সাতক্ষীরায় ট্রাক ভর্তি ৮ কোটি টাকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি ক্ষেতলালে কৃষকদলের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জাকির, সেক্রেটারি শারফুল ইসলাম সাতক্ষীরা পৌরসভার সকল জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দোহারে বেড়িবাঁধের ওপর জাহাজ মেরামত ও কাটিং হচ্ছে

পদ্মার তীব্র স্রোত, ঢেউ ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন থেকে মুকসুদপুর ইউনিয়ন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয় ঢাকা- ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। যা ঢাকা দক্ষিণের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে রক্ষা পেয়েছে নদীর তীরবর্তী বহু মানুষের ঘরবাড়ি। কিন্তু বেড়িবাঁধের সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায়ই ব্লক সরে গেছে। ভাড়ী যানবাহন ও জাহাজ ব্লকের উপর উঠিয়ে মেরামত করার কারণে ব্লকের ক্ষয় হচ্ছে। 


আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার নারিশা বাজার (নারিশা মোল্লা বাড়ি কবরস্থান) সংলগ্ন নদীর পাড়ে বেড়িবাঁধের ওপর চলছে জাহাজ ভাঙার কাজ। চারিদিকে বৈদ্যুতিক তার এলোমেলো ভাবে পড়ে আছে। যার অনেক জায়গায় রয়েছে পলিথিনের জোড়াতালি। কাটিং করার জন্য এলোপাতাড়ি ছিটিয়ে রাখা হয়েছে বড় বড় গ্যাস সিলিন্ডার। কোনরকম সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা না করেই চলছে এসব কর্মযজ্ঞ। 


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীর পারের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থীরা চলাফেরা করে। আমাদের ছোট শিশু সন্তানেরাও চলাফেরা ও খেলাধুলা করে এখান দিয়ে। ক্যারেন্টের তার এবং গ্যাস সিলিন্ডারের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


এমতাবস্থায় বড় কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই বেড়িবাঁধের উপর এমন কার্যক্রম বন্ধ করার আহবান জানায় স্থানীয়রা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা৷