ঢাকার ধামরাইয়ে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নেমেছিল নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ- এমপি'র আহবানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ-এমপি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে কুশুরা অঞ্চলের মুক্তিযুদ্ধকালিন ইতিহাসসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় আদর্শ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সেইসাথে তিনি বর্তমান আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বলেন আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। তবেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এনামুল হক আইয়ুব, ,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড, সোহানা জেসমিন মুক্তা, , বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার হিসেবে বিরানি দেয়া হয়।
১ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ দিন ৩২ মিনিট আগে
২১ দিন ৪ মিনিট আগে
৩৯ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে