বাবা মায়ের কলিজার ধন বড়ই দুষ্ট ছেলে,
দূরদূর করে তাড়িয়ে দেয় সবাই তাকে দেখতে পেলে !
কেউ মারে গলায় ধাক্কা কেউ মারে ঝাড়ি,
এ-দেখে মায়ের মন ভেঙে হয় ভারি।
জীবদ্দশায় চোখে পড়ে ছেলের দুর্দশা,
আশার প্রদীপ জ্বেলে যেন ক্ষুদ্র পূর্বাশা।
কারোর কাছে ফাউল ছেলে কারো কাছে
হেলার,
কারো চোখে সর্বদাই বালি আর অবহেলার।
দাদুর বাড়ি গেলে পরে মাকে শুনায় কথা,
এসব নিয়ে মায়ের মনে নিদারুণ এক ব্যাথা।
নানুর বাড়ি গেলে পরে মামাতো বোনদের কাছে,
কি ধরে কি খেয়ে পেলে পাহারা দেয় পাছে।
মা জননী এসব দেখে কেন্দে আল্লাহ কে কয়,
ওগো মাবুদ তোমার গায়ে এসব কিগো সয়?
পুত্র আমার দুষ্ট একটু তাতে তো কারোই ক্ষতি নেই,
তবুও যেনো কারো বাড়িই আমার কোন গতি নেই।
শেষ ভরসা সিজাদাহ করে প্রভুর কাছে শুধায়,
ওগো মাওলা কবুল করো পুত্র আমার দোয়া করি বাপ মায়।
মায়ের চোখের জল পাবে একদিন ফল,
ভালো হবে পুত্রধন আশার ভরসা বল।
৬ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে