ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে গত শনিবার (১৯ অক্টোবর) মা-ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে দশ জন জেলেকে দণ্ডবিধি-১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ষোলো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। এ-সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
এসময় জব্দকৃত আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ নিকটস্থ এতিমখানায় বিতরণ ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।
অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মা-ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ০৩ নভেম্বর পর্যন্ত দোহার উপজেলায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।
৬ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে