ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সরকারি জমি ভরাটের অপরাধে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
পদ্মা নদী তীরবর্তী এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা এবং রাস্তা সংলগ্ন সরকারি জমিতে স্তুপ আকারে বালু রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ০২ জনকে ০১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্টস কলকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। নদীর ভূ-প্রকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নে জনস্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদী ও তীরবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৬ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে