সৌদি আরবে পুরোনো ঘর ভাংতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারণ গ্রামের হাবিবুর রহমান হাবিব(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বাংলাদেশ টাইম দুপুর ২টার সময় পুরোনো ঘর ভাংতে গিয়ে ১টি লোহাপাত ছিটকে হাবিবের মাথায় ঢুকে পড়ে । এতে ঘটনা স্থলেই হাবিবের মৃত্যু হয়। নিহত হওয়ার সংবাদ হাবিবের গ্রামের বাড়ী পৌছালে স্ত্রী ও বাবা-মা সহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং বার বার মূর্চা যান। হাবিব পড়ারন গ্রামের নুরুল হক খালাসি পুত্র। নিহতের স্ত্রী ও ১টি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, ২০১৮ সালে হাবিবুর রহমান হাবিব পরিবার পরিজন ছেড়ে স্বপ্ন পূরণের লক্ষ্য মরুভূমির দেশ সৌদিআরব রিয়াদে পাড়ী জমায়। সেখানে ৪ বছর চাকরি করে ভালো টাকা রোজগার করেন । এরপর হাবিব বাংলাদেশে এসে ফের গত তিন মাস আগে আবারও সৌদি আরবে চলে যায়। এবার হাবিব দেশে ফিরবে তবে লাশ হয়ে।
সৌদি থেকে হাবিবের বন্ধু মাসুদ জানায়, রুবেল চোকদারের সাথে বুধবার সকালে হাবিব প্রতিদিনের মত আজও স্ক্রাপের কাজে বাসা থেকে বের হয়। সৌদি আরব রিয়াদের আল খারিজ নামক একটি জায়গায় বাংলাদেশ সময় আনুঃ ২টার সময় মরুভূমির মধ্যে পুরাতন ঘর ভাংছিল। এসময় হঠাৎ ছিটকে একটি লোহারপাত মাথায় ঢুকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা নুরুল হক খালাশি কান্নারত কন্ঠে জানায়, আমার কলিজার টুকরা ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন দ্রুত আমার ছেলের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করে দিন।
২ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৬২ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪২ দিন ৫৪ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬৭ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে