সদরপুরের চর চান্দ্রা জিক্কার মোড়ে গোয়ালঘরে অগ্নিকান্ডে ৪টি গরু, ৩টি ছাগোল ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। যাহার ক্ষয় ক্ষতি পরিমান দশ লাখ টাকা হবে জানিয়েছে ক্ষতি গ্রস্ত কৃষক । শুক্রবার সন্ধা ৭টার সময় উপজেলার চান্দ্রা ইউনিয়নের জিক্কার মোড় খালাসী কান্দায় গ্রামে কৃষক এদরেক খালাসী(৬৫) গোয়ালঘরে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে ।
এবিষয় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ এদরেক খালাসী বলেন , আমি গরু চুরির ভয়ে গোয়াল ঘরের গরুর এক পাশে থাকি। প্রতিদিনের ন্যায় আজ সন্ধ্যায় গোয়ালঘরে ৪টি গরু, ৩টি ছাগল বেঁধে বাড়ির পাশে নির্বাচনী ক্লাবে গিয়ে বসে চা খাচ্ছি। প্রায় এক ঘন্টা পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে দৌড়ে বাড়ীতে এসে দেখতে পাই, আমার গোয়াল ঘরে আগুন ঝলছে। গরু ও ছাগল গুলো গোয়াল ঘরে বাঁধা থাকায় বের হতে পারি নাই। গরুর ঘরে ভুষি থাকায় আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। গ্রামবাসী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিভাতে ব্যর্থ হয় এবং ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে ৪টি গরু, ৩টি ছাগল ও নগত পঞ্চাশ হাজার টাকা পুড়ে যায় ।
বিলাপ করে কৃষক বলতে থাকে, আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমি সর্বশান্ত হয়ে গেছি।
এদরেক খালাসী আরো বলেন, কিভাবে আগুন লেগেছে আমি বলতে পারি না। গোয়াল ঘরে আগুন লাগার মতো তেমন কিছিই ছিলো না।বিদ্যুতের সটসার্কিট থেকেও আগুন লাগে নাই। কেউ হয়তো শক্রতা করে লাগাতে পারে।
তবে গ্রামবাসী জানায়, ভাঙ্গা ও সদরপুর ফায়ার সার্ভিস অফিসে কল দেওয়া হলেও তারা কেউ আসে নাই । তবে ভাঙ্গা ও সদরপুর ফায়ার সার্ভিস অফিস প্রায় ২০ কিলোমিটার দূর। তারা আসলেও কাজ হত না। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে যেত।
২ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৬২ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪২ দিন ৫৪ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬৭ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে