নোয়াখালী সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়ন এর বালিয়াকান্দি গ্রামে বৃহস্পতিবার রাত ২ টার দিকে রেজাউল হক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
রেজাউল হক জানায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত দল আমার ঘরের গেইটের ২ টা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এসময় তাদের বাধা দিলে আমাকে ছুরি দিয়ে আমার হাতে আঘাত করে। পরবর্তীতে আমার স্ত্রী সহ আমাদের পরিবারের সকল সদস্যদের বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ৫ ভরি স্বর্ণালংকার নগদ ৩,০০,০০০ লক্ষ টাকা(প্রায়)ও ৪টি মোবাইল ডাকাতি করে ও প্রচুর মারধর করে। আলমারিসহ যাবতীয় আসবাপত্র ভাংচুর করে চলে যায় । এ সময় বাড়িতে রেজাউল হক,তার স্ত্রী ও ছোট দুই ছেলে ছিল। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ভিড় হইতে লাগলো এলাকার প্রতিনিধিরা পুলিশ কে অবগত করে।
এ বিষয়ে নোয়াখালীর সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত )মোঃ রুহল আমিন জানান, এ ঘটনার পর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
৩৪৫ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪৮ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৩৫১ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৫২ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৩৫৫ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৫৯ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৩৬৮ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৩৬৮ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে