ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা থানার ওসি তদন্ত রাসেল মিয়া, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, ইমাম হাসান কচি।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথি দিদারুল কবীর রতন বলেন, উপজেলায় প্রেসক্লাব ভবন হওয়ায় আমি নিজেই আনন্দিত। ধন্যবাদ জানাই আমার নেতা ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী মহোদয়কে যিনি প্রেসক্লাবের জায়গা থেকে শুরু করে সার্বিক বিষয়ে সহযোগিতা করেছেন। আমি চাই প্রেসক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে আমাদের প্রেসক্লাবের সাংবাদিকরা এই আশাবাদ ব্যক্ত করেন।
৩৪৫ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪৮ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৩৫১ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৫২ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৩৫৫ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৫৯ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৩৬৮ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৩৬৮ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে