গাজীপুরের শ্রীপুরে টিন,কাঁথা ও চাদর দিয়ে মোড়ানো অজ্ঞাত পরিচয় একমধ্য বয়সী নারীর অর্ধ নগ্ন ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট )বেলা ১২দিকে উপজেলার পৌরসভার ২ নং সিএমবি এলাকায় হাজী নাছির উদ্দীনের বাগানের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে স্থানীয় মহিলা বাসা থেকে বের হলে দুগন্ধ ও মাছি ভন ভন শুনে কাছে গেলে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরেদহেটি সুতলি বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমির হোসেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক( তদন্ত)
ইমতিয়াজ মাহফুজ, পিবিআই, র্যাব, ডিজিএফআই সদস্যসহ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
১৬৯ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০৪ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে