গাজীপুরের শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যান সমিতির উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়।
৫ তারিখ মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মেহেদী হাসান আশিক। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রানা। উপস্থিত ছিলেন উক্ত কমিটির সহ সভাপতি মোছাঃ ফাতেমা খাতুন, উপস্থিত ছিলেন সদস্য মোছাঃ রমিজা খাতুন।
বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে অভিযানে আরো উপস্থিত ছিলেন, বরমী ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজ আহমেদ আল। আমিন। উক্ত কমিটির সাধারণ সম্পাদক মুহসিন মিয়া শাহিন, সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন রিফাত। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত বাল্যবিবাহর বিরুদ্ধে কঠিন আইন প্রয়োগ করা হয়েছে। বাল্যবিবাহের সাথে যারা জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করার নির্দেশ গভমেন্ট দিয়েছে। আর সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুর উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে শ্রীপুর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মেহেদী হাসান আশিক এবং সাধারণ সম্পাদক মোঃ রানা সহ কমিটির সকলেই বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।
অভিযান পরিচালনা করে বাল্য বিবাহ বন্ধ করে সবাই কে বাল্য বিবাহ প্রতিরোধে প্রতিবাদী ভূমিকা পালন করার জন্য আহবান করেন। পাশাপাশি বাল্যবিবাহ আইন সম্পর্কে সকলকে অবগত করে।
এই সময় ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের সম্মতিক্রমে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষ অঙ্গীকারবদ্ধ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনকে পরিপূর্ণভাবে সম্মান এবং শ্রদ্ধা করবে। পরবর্তী তে মেহেদী হাসান আশিক বলেন সকলের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।