গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক।
বর্তমান সমাজ ধংশের মূল কারণ হচ্ছে মাদক, এই মাদক ছড়িয়ে যাচ্ছে ছোট বড় সকালে কাছে। নষ্ট হচ্ছে দেশ ও দেশের জনগণ। দিন দিন বাড়ছে খুন রাহাজানি ধর্ষন, এগুলোর পিছনে কারণ হয়ে দাঁড়িয়েছে মাদক এর ছড়াছড়ি, বর্তমান সময়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও থামানো যাচ্ছে না এই মাদক ব্যবসায়ীদের। এরই ধারাবাহিকতাই বিভিন্ন সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন প্রশাসন, সেই অভিযানের সূত্র ধরে
অদ্য ২৩/০৯/২০২৩ ইং তারিখ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জয়দেবপুর থানার এসআই/মোঃ আব্দুল মমিন, পিপিএম, এসআই/মোঃ খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৩,১৮৯ (তিন হাজার একশত ঊনানব্বই)পিচ ইয়াবা ট্যাবলেট মুল্য অনুমান-৯,৫৬,৭০০/- (নয় লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত)টাকা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৫,০০০/- (পনের হাজার)
টাকা সহ জনৈক ১. মোঃ আতাউল্লাহ্(২৬)২.মোঃ আরিফুজ্জামান সুরুজ(৩৫) ৩.মোঃ রায়হান(২১)
এদের কে জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা হইতে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই/মোঃ আব্দুল মমিন,পিপিএম এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। তাহাদের কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।