গাজীপুরের শ্রীপুরে গোলাঘাট বাজার এলাকায় রেললাইন ব্রীজের উপর আগুন বেশ কয়েকটি স্লিপার পুড়ে ছাই।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণে গোলাঘাট রেললাইন ব্রীজের স্লিপারে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে করে রেললাইনের বেশ কয়েকটি স্লিপার আগুনে পুড়ে যায়।
সোমবার ১৩ নভেম্বর ভোরবেলা এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের দাবি এই ঘটনা যারাই ঘটিয়েছে তারা আগুন লাগিয়ে সাথে সাথে পালিয়ে গিয়েছে।
ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় সকাল ৬.৩০ টার দিকে রেললাইনের স্লিপারে নিভুনিভু আগুন জ্বলছে দেখতে পান। এ সময় স্থানীয় রেলওয়ে স্টেশন মাস্টার কে খবর দিলে তিনি সহ এলাকার লোকজন নিচ থেকে পানি তুলে আগুন নিভিয়ে দেন।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম সহ স্থানীয় জনপ্রতিনি।
বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী একুশের বাণী কে জানান, খবর পেয়ে আমাদের কর্মীদের পাঠিয়েছি, আগুনে বেশ কয়েকটি স্লিপার পুড়ে গেছে, তবে মেরামত করলে ঠিক হয়ে যাবে এবং ঝুঁকি কমে যাবে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম সাংবাদিকদের জানান, রাতে দুর্বৃত্তরা স্লিপারায় আগুন দিয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬৯ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২৭ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে