দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষন করেন মানবাধিকার কর্মীরা।
৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট দল নির্বাচন পর্যবেক্ষন করেন। সকাল ৭ টা থেকে গাজীপুর ৩ আসনের বিভিন্ন নির্বাচন কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সদস্য বৃন্দ। পর্যবেক্ষন কালে বিভিন্ন কেন্দ্র ঘুরে পর্যবেক্ষক রা জানান। নির্বাচন কেমন হয়েছে এ বিষয়ে বিস্তারিত আসবে, তবে কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী সাহেব এর নির্দেশনায় সকল তথ্য সংবাদ সম্মেলন করে নির্বাচন পরিস্থিতি জানানো হবে বলে জানান।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম সরকার, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক মুহসিন মিয়া শাহিন, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডঃ মারুফ প্রধান, নির্বাহী সদস্য ফালান শেখ, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, সহ সভাপতি ইব্রাহিম।

পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম, এর ধারাবাহিকতায় গাজীপুর ৩ যা শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত।
পর্যবেক্ষক দলটি সকাল সাতটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পর্যবেক্ষণ করেন, এবং ভোট গণনার চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন। উক্ত পর্যবেক্ষণের ধারাবাহিকতায়, প্রত্যেকটি ইউনিয়নে তথা ৮টি ইউনিয়ন একটি পৌরসভা যথাযথ সময়ে পর্যবেক্ষণ করা হয়, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সতেজ উৎসব মুখর পরিবেশে সবাই পালন করেছেন। আমাদের পর্যবেক্ষণ টিম যা পর্যবেক্ষণ করলেন, দুই থেকে তিন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়া সকল ভোট কেন্দ্রে ও সকল জায়গায়, সকল ভোটারা সাথে যেভাবে ভোট প্রয়োগ করেছেন।
শ্রীপুরের ভোটার উপস্থিতি ছিল ৪০% যা আমরা দেখেছি বেশিরভাগ কেন্দ্রে ৪০ থেকে ৫০% ভোট কাস্টিং হয়েছেন।
ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন ও সকল প্রিজাইডিং অফিসার দের।