"পুলিশই জনতা, জনতাই পুলিশ” স্লোগানকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ,নিরাপত্তা ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতায় মাওনা হাইওয়ে থানা পুলিশের (গাজীপুর রিজিয়ন) উদ্যোগে গাজীপুরের শ্রীপুরে ওপেন হাউজ’ডে ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ই আগস্ট) বেলা ১১টায় উপজেলার মাওনা চৌরাস্তা পল্লি বিদুৎ মোড়ে মাওনা চৌরাস্তা ট্রাক-চালক কল্যাণ সমবায় সমিতির অফিসে মটরযানের ড্রাইভার,কন্টাক্টার,হেলপারের ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম।
উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর অনুষ্ঠানে মো.আমিনুল ইসলাম বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে পুলিশকে সহায়তা করতে সকলের নিকট সহযোগীতার আহবান জানিয়েছেন।
এসময় উপস্থিতি উপস্থিত ছিলেন,ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল,মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিবু নাথ, সাব- ইন্সপেক্টর নুরুল হাসান, এএসআই রাসেল মিয়া এটিএসআই আজহার, মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন,শ্রমিকনেতা জীবন,মনিরসহ মাওনা হাইওয়ে পুলিশের সদস্য বৃন্দ ট্রাক- কাভার্ডভ্যান চালক ও সহকারীবৃন্দ।
১ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
১৬৯ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০৪ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে