লাখাইয়ে বিভিন্ন রাস্তাঘাটে যানঝটের কারণে জনজীবন চরম ভোগান্তিতে পরছে জন জীবন। সরেজমিন লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারে রাস্তার উপর বিভিন্ন ধরনের যানবাহন রাখার কারনে এই যানঝটের মূল কারন। বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ বড় বাজার এই স্হান গুলি যানঝট হরহামেশা লেগেই থাকে।
এই ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান লাখাই উপজেলার যে সব স্থানে যানঝট সৃষ্টি হয় সেই সব স্থানগুলি চিহ্নিত করে অতিশিগ্রই এর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন ১৮ বছরের নীচে যে সব চালক কে রাস্তায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিব। এ ব্যাপারে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ইতিমধ্যে টমটম ও ইজিবাইক চালকদের কে নিয়ে মতবিনিয় করে তাদের কে নির্দেশনা দিয়েছি যে কোন চালক রাস্তায় যানঝট সৃষ্টি না করে এবং ১৮ বছরের নীচে যেন কোন চালক গাড়ী না চালায়।
এ দিকে কালাউক সড়ক বাজারে সংলগ্ন ভাদিকারা রাস্তায় টমটম ও ইজিবাইক চালকরা রাস্তায় গাড়ী পার্কিং করে যানঝট সৃষ্টি করায় প্রায় সময়ই দূর্ঘটনা ঘটেই চলছে। এই ব্যাপারে ভাদিকারা সচেতন নাগরিকরা এই যানঝটের কারনে অতিষ্ট হয়ে পরেছে।
এ ব্যাপারে কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব জানান আমার এই শিক্ষা প্রতিষ্টানে ভাদিকারা গ্রামের প্রায় ৫ শত ছাত্র ছাত্রী অধ্যয়ন করে কিন্তু বিদ্যালয়ে আসা যাওয়া করতে ঐ রাস্তায় যানঝটের কারনে নানা বিড়ম্বনায় স্বীকার হচ্ছে। লাখাই উপজেলার নানা পেশার মানুষ দাবী জানিয়ে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে জরুরী ভিওিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানান।
১১ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে