বানিয়াচংয়ে হ্যালো অক্সিজেন টিমের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
"গাছ লাগাও প্রাণ বাচাঁও " এই শ্লোগান কে সামনে রেখে বানিয়াচংয়ে' হ্যালো অক্সিজেন 'টিম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি তৌহিদুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচির উদ্বোধন করা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ। তিনি বলেন,
আমাদের জীবন ধারণের জন্য খাদ্য যেমন অপরিহার্য, তেমনি মানবজীবনের প্রতিটি মুহূর্তে অক্সিজেনের গুরুত্ব অপরিসীম। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের গুরুত্বও তাই অপরিসীম। কারণ বৃক্ষ আমাদের প্রশ্বাসের সঙ্গে নির্গত কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে মানুষসহ সব প্রাণীর বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নির্গমন করে। অতিরিক্ত শব্দদূষণ ও তাপমাত্রা শোষণ করে পরিবেশকে শুদ্ধ ও নির্মল রাখে। বৃক্ষ ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব অকল্পনীয়। বৃক্ষ মাতৃস্নেহে আমাদের ফুল, ফল ও ছায়া দেয় এবং পশু-পাখি ও কীটপতঙ্গের আশ্রয়স্থল হিসাবে গুত্বপূর্ণ অবদান রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সমাজকর্মী মোঃ চনু মিয়াসহ মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন "হ্যালো অক্সিজেন" টিমের সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, শেখ তামিম আহমেদ, অর্থ সম্পাদক এম মামুন হাসান, প্রকাশনা ও সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শেখ সজিব আহমদ রাজ, লজিস্টিক সম্পাদক মোহাইমিন আহমেদ খান, কার্যকরী কমিটির সদস্য হৃদয় হাসান শিশির, রাইসা আক্তার, তাজ উদ্দিন তায়েফ প্রমূখ। এছাড়া বক্তারা আরও
বলেন, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের ভেতর থেকে বের হওয়া ক্ষতিকারক নাইট্রোজেন গাছ শুষে নেয় এবং আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন বাতাসে সরবরাহ করে। তাই নিজ নিজ বাড়ীর আঙিনায় বৃক্ষরোপণে এলাকাবাসীর আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, 'হ্যালো অক্সিজেন টিম ' বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এলাকার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ১০ হাজার গাছের চারা রোপন করবে। এছাড়াও হ্যালো অক্সিজেন টিম করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছে।