বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টায় এএসআই রিমন ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন ৮নং খাগাউড়া ইউ/পির গুনই গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আসামী ইকবাল হোসেন এর বসত ঘরে দরজা জানালা খোলা রেখে জুয়া খেলারত অবস্থায় মৃত আঃ বারিকের পুত্র ছোবাহান মিয়া (৫৫),মৃত আব্দুল হালিমের পুত্র সিরাজ মিয়া (৫০),মৃত আঃ ছোবাহান পুত্র ইকবাল হোসেন (৩৫), রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন (৪০) ও মৃত তারেক আলির পুত্র ফারুক মিয়া (৪২) কে জুয়া খেলার ৭,৪৭০/-(সাত হাজার চারশত সত্তোর) টাকা এবং ছড়ানো ছিটানো জুয়া খেলার তাস(কার্ড)সহ গ্রেফতার করে থানা পুলিশ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব গণমাধ্যম কে জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
২ দিন ৩৪ মিনিট আগে
২৬ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২৭ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৮ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৮ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে