যশোরের কেশবপুর উপজেলার পাচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম (৫৬) মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পাচারই টি এস বিদ্যালয় ও মঙ্গলকোট বাজার ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাচারই গ্রামের মৃত মোকছেদ বিশ্বনাসের ছেলে মৃত নজরুল ইসলাম পাচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মঙ্গলকোট বাজারের একজন সৎ ব্যবসায়ী অত্যন্ত বিনয়ী সদাচার লোক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি গোয়ালের গরু খুলে চলে যাওয়ার পর দৌড়ে ধরতে গিয়ে গতকাল শনিবার বিকেল ৩.৩০ ঘটিকায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। তিনি মৃত্যুকালে ১টি স্ত্রী ১টি ছেলে ও ২টি মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, পাচারই ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন সরদার, পাচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ শিক্ষক মণ্ডলী ও মঙ্গলকোট বাজার ব্যবসায়ীরা। এছাড়াও ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ে মুসল্লীগন উপস্থিত ছিলেন।
আজ রোববার সকাল ১০ঘটিকায় পাচারই পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা আবুল হুসাইন।
৪ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে