যশোরের অভয়নগরের বিভিন্ন এলাকায় ভারী যানবাহন চলার কারণে রাস্তার অবস্থা নাজেহাল, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
যশোরের নওয়াপাড়া বাজারের ঐতিহ্যবাহী ভৈরব সেতুর কোল ঘেঁষে শংকরপাশা, মধ্যপুর থেকে নগর দেয়াপাড়া ঘাট পর্যন্ত ব্যবসা জন্য বিভিন্ন ঘাট তৈরি করেছে। সে সব ঘাটে কয়লা, বালু, সারসহ বিভিন্ন মালামাল ড্যাম্পিং করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে ওই সব ড্যাম্পিং থেকে প্রতিদিন শতশত ভারি যানবাহন ১০ চাকা বিশিষ্ট ট্রাক লোড হয়। যে সব ট্রাক লোড ৪৫/৫০ মেঃ টন মালামাল ওজনসহ গ্রামের কাঁচা পাকা রাস্তায় চলাচলের কারণে রাস্তা গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে ঐ সব অঞ্চলের সাধারণ মানুষ ব্যাপক দূর্ভোগের মধ্যে পড়েছেন। ঐ সব রাস্তা ২/৩ টন ওজনের ধারণ ক্ষমতা থাকলেও ভারি যানবাহন চলছে।
চিত্র: রাস্তার বেহাল দশা
এইভাবে ভারি যানবাহন চলার কারণে রাস্তাগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, রাস্তাগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে, কখনো কখনো দেখা যায় যানবাহন থেকে মালামাল পড়ে আছে রাস্তায়, দুর্ঘটনার কবলে পড়ে খাদে পড়ে আছে। রাস্তার মধ্যে বিভিন্ন স্থানে বড় বড় কাদের সৃষ্টি হয়ে গেছে প্রাইভেটকার মাইক্রোবাস গুলো চলাচলের রণ উপস্থিত হয়ে গেছে উঁচু-নিচু হওয়ার কারণে যানবাহন চলার বিঘ্ন হচ্ছে এদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে রাস্তায় ধুলোর সৃষ্টি হয়েছে মনে হচ্ছে পাকা রাস্তা নয, যেন দীর্ঘদিনের জীর্ণ শীর্ণ চরম ভোগান্তির কাঁচা রাস্তা, বৃষ্টি হলে তো চলাই মুশকিল
উল্লেখ্য, সম্প্রতি ভৈরব সেতুর ওপার দক্ষিণ দেয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চলাচলের অনুপযোগী কালভার্টের উপর দিয়ে ভারি ভারি যানবাহন চলাচলের কারণে কালভার্ট ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে। নিজেদের উদ্যোগে কালভার্টের নিচে ইটের গাঁথুনি দিয়ে মেরামত করতে দেখা গেছে। ঐ সব অঞ্চলে কয়লা, বালু, সারসহ সকল মালামালের ড্যাম্প আবাসিক এলাকায় গড়ে তোলার কারণে প্রতিনিয়ত মানুষের শ্বাস কষ্ট জনিত রোগ বেড়ে চলেছে। এলাকার একাধিক ব্যক্তিরা দাবি করে জানিয়েছেন, অনতিবিলম্বে ভারি যানবাহন চলাচল বন্ধসহ কর্তৃপক্ষের নিদিষ্ট ধারণ ক্ষমতার মধ্যে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক। অন্যথায় আমাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায় তিনি বলেন, ভারি ভারি যানবাহন ট্রাকগুলো ধারণ ক্ষমতার অধিক বহন করে চলাচলের কারণে আমার এলাকার একটি রাস্তা দিয়েও সাধারণ মানুষ চলতে পারেনা, এলাকা ধুলাবালিতে সয়লাব, ঐ সব রাস্তাগুলোর সাথে পানিসরা কালভার্ট গুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অত্র এলাকায় ভৈরব সেতু মানে এপার ওপারের মানুষের স্বপ্নের সেতু,তারই পাশ দিয়েই গড়ে উঠেছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, প্রয়োজনে ব্যবহার হচ্ছে ভারী যানবাহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে অত্র অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ।
৪ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে