‘বিশ্বজুড়ে বাংলা’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপতি হয়েছে।
অভয়নগর উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন বাচ্চুর আয়োজনে শুক্রবার (১৯ মে) সকালে বাংলা টিভি’র ৬ষ্ঠ পেরিয়ে ৭ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আহাদুর রহমান মামুন, অ্যাড. রওশন কবীর টুটুল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতীম সুর, যুবলীগ নেতা আব্দুর মুকিত মোল্যা, তরিকুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, সদস্য খায়রুল বাসার, গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, আশরাফুল আলম, ডিআর আনিস, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, জাহিদ হোসেন লিটন, তাওহীদ হাসান উসামা, আমিনুল রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ।
৪ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে