শার্শায় জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ দু মাদক কারবারি আটক । যশোরের শার্শায় পৃথক দুটি অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল সহ দু মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
রবিবার (২১শে মে) রাতে উপজেলার বাগআঁচড়া ও গোগা এলাকা থেকে এ ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- শার্শা উপজেলার কেস্টপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে কিতাব আলী (৪৬), ও শার্শার দাউদখালী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে আবু ছিদ্দিক (৩২)।
ডিবি জানায়,রবিবার রাতে ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে যশোর -সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ভাই ভাই স্যানেটারির সামনে হতে কিতাব আলীকে আটক করে।পরে তার কাছে থাকা প্যাকেটের ভিতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে,একইদিন সন্ধায় ডিবি যশোরের এসআই নাজমুলের নেতৃত্বে একদল ফোর্স গোগা টু রুদ্রপুর সড়কের দাউদখালি এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ আবু ছিদ্দিক (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
৪ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে