ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি কুলিয়ারচর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মোঃ রেহাছ উদ্দিন বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু পীরগাছা গরু-ছাগলের হাট এখন সুখানপুকুর হেলিপ্যাডে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ, প্রকৌশলীর বিরেুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে এলাকাবাসী সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি

হ্বদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল কেশবপুরে কবী রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন


আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবী রবীন্দ্রনাথ এর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে বক্তৃতা করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার। শনিবার (৩জুন) সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি সহকারী অধ্যাপক, কবি, গবেষক ও প্রাবন্ধিক তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে এবং খেলাঘরের সহ-সাধারণ সম্পাদক প্রনব মন্ডল মানবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা খেলাঘর শাখার সভাপতি আব্দুল মজিদ (বড় ভাই)। প্রধান অতিথির বক্তৃতাকালে নাগরিক সমাজের সভাপতি এ্যাড আবু বক্কর সিদ্দিকী বলেন, বর্তমান সরকার অনেক বড় বাজেট পেষ করেছেন। সেই বাজেটে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটি এমন একটি বড় বাজেট দেয়া হোক যাতে করে প্রতিটি ইউনিয়নে একটি করে কবী রবীন্দ্রনাথ ও নজরুল পাঠাগার স্থাপন কারে গ্রামের শিশু কিশোরদের প্রকৃত মানুষ হওয়ার জন্য। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাগরদাঁড়ি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেবশপুর খেলা ঘরের উপদেষ্টা কানাইলাল ভট্টাচার্য, পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেবশপুর খেলা ঘরের সহ-সভাপতি স্বপন কুমার মণ্ডল, কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  নওশাদ আলী, কেশবপুর উদীচী'র সভাপতি অনুপম মোদক, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আলম, ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক রীনা রানী বিশ্বাস প্রমূখ।


এর আগে সকাল ৯.৩০ মি. ছিল শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। ক গ্রুপ- ৫ম-৭ম শ্রেণী (ছোটদের রবীন্দ্রনাথ/নজরুল ৪০০ শব্দ), খ গ্রুপ- ৮ম- ১০ শ্রেণী (তোমার ভাবনায় রবীন্দ্রনাথ/নজরুল ৭০০ শব্দ), গ গ্রুপ- একাদশ- দ্বাদশ শ্রেণী (জাতীয় জীবনে রবীন্দ্রনাথ/অসাম্প্রদায়িক নজরুল সর্বোচ্চ ১০০০ শব্দ)। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার প্রাপ্তিরা হলোঃ ক গ্রুপ- ৫ম-৭ম শ্রেণী (ছোটদের রবীন্দ্রনাথ/নজরুল ৪০০ শব্দ) ১ম প্রর্ণতা মণ্ডল, ২য় ঋষব মজুমদার অভি, ৩য় সমৃদ্ধি মজুমদার ও সমি খাতুন। খ- ৮ম-১০ম শ্রেণী (ছোটদের রবীন্দ্রনাথ/নজরুল ৪০০ শব্দ) ১ম উম্মে শরিফা তাসলিম, ২য় পিংকী, ৩য় অতনু রায়। গ গ্রুপ- একাদশ-দ্বাদশ শ্রেণী (ছোটদের রবীন্দ্রনাথ/নজরুল ৪০০ শব্দ) ১ম কথা দত্ত ও ২য় উম্মে সায়িরা তাহসীন। উন্মুক্ত বিষয়েঃ প্রথম থেকে ৪র্থ শ্রেণী- ক গ্রুপ- ১ম রায়হান আলম রোশনী, ২য় সম্মিত্র বিশ্বাস ও ৩য় মামপি। খ গ্রুপ- ছোটদের রবীন্দ্রনাথ/নজরুল - ৫ম থেকে ৭ম শ্রেণী ১ম সমৃদ্ধি মজুমদার, ২য় ঋষব মজুমদার অভি ও ৩য় নীল মাধব সাহা। গ গ্রুপ, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর/বিদ্রোহী কবি নজরুল ইসলাম- ৮ম থেকে ১০ম শ্রেণী ১ম রাণী সাহা।







 

 

Tag
আরও খবর