জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী সোসাইটি এর উদ্যোগে বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩ মে শুক্রবার জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন- ২০২৩ অর্জন উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটি এর উদ্যোগে আয়োজিত বরিশাল বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ আরাফাতুল ইসলাম সম্রাট।
প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির সভাপতি ড. মোঃ রেজাউল কবির (বিএমএস),বিশেষ অতিথি মোহাম্মদ মফিজুল ইসলাম সিনিয়ার সহ-সভাপতি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটি ও মোঃ হানিফ বেপারী সহ-সভাপতি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটি।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমারা কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলি না,অতীতে যারা সেবা কেন্দ্রের জনবলের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তারা কেউই ভালো নেই। কারোর স্বার্থে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কাজ সোসাইটি করবে না। ইতিমধ্যে আপনাদের বিধি ও প্রবিধি মালার ফাইল মন্ত্রণালয় রয়েছে। ইনশাল্লাহ আপনারা দ্রুত এর রেজাল্ট পাবেন। একতাবদ্ধ ভাবে আমরা কাংক্ষিত লক্ষ্য পৌঁছাতে চাই। তবে কেউ যদি এ নিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা করেন তাহলে ১২০০ জনবলকে সাথে নিয়ে তার উচিত শিক্ষা দেওয়া হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন গাজী মাশরুক আহাম্মদ।