ভ্রাম্যমাণ আদালতের অভিযান অযৌক্তিক দাবী করে শৈলকুপায় বিক্ষুব্ধ ঔষধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, রোগীদের ভোগান্তি চরমে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শৈলকুপায় ফার্মেসীতে জরিমানা আদায় করায় একযোগে সকল ঔষধের দোকান বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টরা।
ঔষধ ব্যবসায়ীদের দাবী অন্যায় ও অনিয়মতান্ত্রিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এন্টিবায়োটিক ঔষধ বিক্রির সময় ক্রেতার নাম ঠিকানা সংরক্ষণ না করায় ও পল্লী চিকিৎসকের প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অপরাধে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে পাওয়ায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ কোম্পানীকে ফেরত দেয়ার জন্য দোকানে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা ছিলো তা ধ্বংস করে দিয়েছে। এই ঔষধ কোম্পানিতে ফিরিয়ে দিলে তারা সমপরিমাণ মূল্য ফেরত পায় অথবা ঔষধ বদল করে দেয়। এখানেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।
এরই প্রতিবাদে সকল ঔষধের দোকান বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বিক্ষুব্ধ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টরা।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এস,এম সিরাজুস সালেহীন।
এদিকে শৈলকুপার সকল ঔষধের দোকান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জরুরি রোগীদের অবস্থা বেগতিক।