জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১মে) উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী,পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো রাশেদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শনী উপস্থাপন করেন এবং আমন্ত্রিত অতিথিরা ঘুরে ঘুরে সকল স্টল পরিদর্শন করেন।
২ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে