আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে এবং আক্কেলপুর উপজেলার সবচেয়ে জনপ্রিয় শিক্ষামূলক অনলাইন প্লাটফর্মের সহায়তায় পৌর এলাকার শ্রীকৃষ্টপুরে প্রায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের সভাপতি ইব্রাহিম হোসাইন সম্রাটের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের সিনিয়র এডমিন ও বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক মোঃ রিপন হোসেন, আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের সাংগঠনিক সম্পাদক জিম পারভীন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ ওমর খৈয়াম, কার্যকরী সদস্য ইমরান হোসেন জিসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সমাজের হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়।