আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকসহ ১০ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর এলাকার রেল কলোনি বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন,সোনামুখী সরকারপাড়া এলাকার সাহাদুল (৪৬), হাস্তাবসন্তপুর এলাকার মানিক (৩৫), গোল্ডেন (৪৮), মজিদ (৩৫), ফেরদৌস মোল্লা (৩৫), পুরাতন বাজার এলাকার আব্দুস সাত্তার (৫৪), রেল কলোনি বস্তির রাব্বি হোসেন (২৬), নাজমা বেগম (৩৫), বীথি (৩৬) এবং আকলিমা (৪৫)।
জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী যৌথ অভিযানে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বস্তির বিভিন্ন খুপরি ঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য, মাদক গ্রহণের সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সেনাবাহিনীসহ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে তাদের হাতানাতে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।