আশাশুনি উপজেলার আনুলিয়ায় উত্তরণ বেড়ী বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে হাইজিন ও ডিগনিটিকিটস এবং নগদ এ্যপস এর মাধ্যমে ৬০০০ টাকা করে প্রদান করেছে। শনিবার উত্তরণ এর আয়োজনে স্টাটনেট ওয়ার্ক এর সহযোগীতায় এ সহায়তা প্রদান করা হয়। আনুলিয়া ইউনিয়নের Emergency Relife Assistance for Embankment Breach-Affected Communities in Anulia Union, Assasuni প্রকল্পের আওতায় বেড়িবাঁধ ভাঙ্গনের এলাকায় ক্ষতিগ্রস্ত এই ৫০০ পরিবারের মধ্যে প্রথম ধাপে ৬৮ জনের মাঝে হাইজিন ও ডিগনিটিকিটস এবং নগদ এ্যপস এর মাধ্যমে ৬০০০ টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। উত্তরণ এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার এন্ড সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা, স্টাটনেট ওয়ার্ক এর হেইস অফিসার মো: আল-আমিন মোল্লা, চিফ ফাইনান্স এন্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক এন্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম কডিনেটর শফিউল আলম, ডিআরএফ ম্যানেজার এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।