দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর পূর্বে বেলা ২ টা থেকেই কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।
জানা যায়, সারাদেশে বাকৃবিসহ সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬শ ৬৫ জন পরীক্ষা দিবেন।
সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া বলেন, 'আমার মতে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি শিক্ষার্থী উপস্থিত ছিল বাকৃবি কেন্দ্রে। সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা পরীক্ষাটি সম্পন্ন করতে পেরেছি।'
তিনি আরো বলেন, আগামী বছর হয়তো আমরা কৃষি গুচ্ছে থাকবো না। তবে যদি আগামী বছরও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিকে নেতৃত্ব দেয়া হয় তবে থাকার চিন্তা করবো। এ বছর সরকারের অনুরোধে এবং দেশের বাস্তবতা চিন্তা করে আমরা কৃষি গুচ্ছেরয়েছি।
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে