জয়পুরহাটে পুরানাপৈল- হিচমী বাইপাস সড়কের ড্রিমস কিচেন রেস্টুরেন্টের পাশে রাস্তার ধারে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই নারীর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতানা (আলীহাটের) সেলিম হোসেনের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম (৪০) ও দুই সন্তানের জননী।
নিহত আনোয়ারা স্বামী তাকে ছেড়ে যাবার পর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সড়াইল গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার(১৫ নভেম্বর)সকাল আনুমানিক ৭.০০ দিকে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেন এলাকায় সড়কের পাশে স্থানীয়রা ওড়নায় ঢাকা অবস্থায় এক নারীর লাশ দেখতে পায়। ওই লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একজোড়া জুতাও পড়ে ছিল। স্থানীয়রা ৯৯৯ কল করে ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর বলেন,পুরানাপৈল- হিচমী বাইপাস সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের কাছে পাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা মুঠোফোনের সূত্র ধরে ওই নারীর নাম পরিচয় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।