হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে 'ইসলামী স্কুল চিলমারী'র'' কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় উপজেলার প্রধান গেটের ১০০গজ পূর্বদিকে, ইসলামী স্কুল চিলমারীর মাঠে, মাওলানা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামী স্কুল চিলমারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ইসলামী স্কুল চিলমারীর পরিচালক হারুন অর রশিদসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে সকল অবিভাবকদের নিয়ে, তাদের শিশুদের শিক্ষারমান ও বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। পুরষ্কার হাতে পেয়ে কৃতি শিক্ষার্থীরা অনেক আনন্দে মেতে উঠেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার কাজ শেষ করা হয়েছে।
৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে