শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি ড. শাহাদাৎ হোসেনকে সংবর্ধণা।
মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগরে অবস্থিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। সরকারী ঘোষণা অনুযায়ী পূর্বের কমিটি বাতিল হওয়ার পরে সারাদেশে নতুন করে এডহক কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ড. শাহাদাৎ হোসেনকে সভাপতি করে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি ঘোষনা করা হয়। রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে সাধারণ ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষকদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. শাহাদাৎ হোসেনকে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাসান। আরো বক্তব্যে রাখেন দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিয়া, বিএনপির নেতা তাপু চৌধুরী ও মোঃ কুদ্দুছ ধারগাসহ আরো অনেকেই । অনুষ্ঠানে শাহাদাৎ হোসেন বলেন, এখন থেকে এই কলেজ হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। কলেজে বহিরাগতদের কোনো প্রভাব ও আনাগোনা থাকবে না বলে তিনি আশ্বাস দেন। কলেজের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
৯ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৩ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৭ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৫৮ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭২ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৪ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৮৯ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯২ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে