মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের পদ্মার তীরবর্তী কাজির শুরা নামক স্থানে রবিবার ইলিশ নিধন রোধ করার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, বাংলাদেশ সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশের সমন্বয়ে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একশো কেজির অধিক মাছ জব্দ করা হয় এবং আনুমানিক দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থল পথে পরিচালিত এ অভিযানের খবর টের পেয়ে নদী তীরে অবস্থানরত মৎস ব্যবসায়ী ও জেলেরা মাছ ফেলে পালিয়ে যায়। কয়েকজন ক্রেতাকে মাছসহ হাতেনাতে আটক করা হয় এবং মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন নিষেধাজ্ঞা সময়কালীন নিয়মিত স্থল ও জলপথে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
৯ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৩ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৭ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৫৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৭২ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
৮৯ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯২ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে