মাদারীপুরের শিবচর উপজেলাধীন বাঁশকান্দি ইউনিয়নে বিএনপি'র সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলা বিএনপি'র আহবায়ক ও আগামী নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরিদ্দিন) মোল্লাকে প্রধান অতিথি করে সমাবেশের আয়োজন করা হয়।
বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ রাজ্জাক তায়ানীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সাজু মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি দাদন মোল্লা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা, সাবেক উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী, পৌর যুবদল সভাপতি শাহিন গোমস্তা, পৌর যুবদল সাধারণ সম্পাদক জামাল শিকদার, যুবদল নেতা জসিম মৃধা, অনিক শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন বেপারী, বাঁশকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আনসার তায়ানী সহ বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী।
এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দেড় যুগ অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনে জর্জরিত ছিলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা চাই একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে মাদারীপুর-১ আসনকে বিএনপি'র শক্তিশালী ঘাটি হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম করবো।
এসময় নেতৃবৃন্দ দল প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লাকে মনোনীত করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষকে বিজয়ী করে আসনটি বিএনপিকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
৯ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৩ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৭ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৫৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৭২ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
৮৯ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯২ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে