★ মাদারীপুরের শিবচরে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপরে হামলা, গাড়ি ভাংচুরসহ চারজন আহত★
বিস্তারিতঃ মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নে গত সোমবার রাত আটটায় হালান মোল্লা নামের এক ব্যবসায়ী ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ঐ ব্যবসায়ীর স্ত্রী সোমা আক্তার সহ চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, ব্যবসায়ী হালান মোল্লা সন্ন্যাসীরচর ইউনিয়নের চৈতামোল্লাকান্দি এলাকার নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় বাড়ি বসতবাড়ি তৈরি করার উদ্দেশ্যে জমি ক্রয় করেন। উক্ত জমিতে ঘর তৈরির কাজ চলাকালীন অবস্থান এলাকার শাহ্ আলম ঢালী, ইরানি বেগম, জসিম মোল্লা, ইউনুস মোল্লার নেতৃত্বে দশ বারোজন ব্যবসায়ী হালান মোল্লার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। হালান মোল্লা চাঁদা দিতে অস্বীকার করলে সোমবার রাত আটটার দিকে অভিযুক্ত লোকজন তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে গাড়িতে অবস্থানরত হালান মোল্লার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়। সেই সাথে ব্যবসায়ীর গাড়িও ভাংচুর করা হয়। গাড়িতে থাকা নগদ ২৬ লাখ টাকা এবং ব্যবসায়ীর স্ত্রী সোমা আক্তারের পরিহিত আনুমানিক ৫ভরি স্বর্নালংকার হামলাকারীরা লুট করে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেনের কাছে উক্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার পূর্ন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
৯ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৫৩ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৫৭ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৫৮ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৭২ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৪ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৮৯ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে