ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে নিয়ামতপুরে ৭৯ টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে ইসির প্রত্যাশা অনুযায়ী ভোটার উপস্থিতি হয়নি। মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ। তবে দ্বিতীয় ধাপের ভোটে কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হবে বলে প্রত্যাশা করছে ইসি। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র বিবেচনায় পর্যাপ্ত এবং কোথাও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সুপারিশ করেছে ইসি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিও পাঠানো হয়েছে। সে হিসাবে সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮-১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০-২১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন
এই উপজেলায় মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য ৬ জন চেয়ারম্যান, ৫ ভাইস চেয়ারম্যান এবং ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান ।
উপজেলায় ৭৯.টি ভোট কেন্দ্রে । ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ৫৯৮ জন এবং নারী এক লাখ ৭ হাজার ৭৭ জন। হিজড়া ভোটার ২ জন।
১৩ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে