সারাদেশে ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, এ
সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সিনিয়র সহসভাপতি লতিফুর রহমান শাহ্, সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, ভাইস চেয়ারম্যান ও আ'লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, যুবলীগ নেতা ও কাউন্সিলর আব্দুল মজিদ, পৌর আ' লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ'লীগের যুগ্ম আহবায়ক সাবিনা আক্তার, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহারিরার এম হাসান পল্লব প্রমূখ সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
১৩ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে