নওগাঁয় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। এঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে। খবর পেয়ে রবিবার সকালে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মৃতদেহ উদ্ধারের সময় মৃতদেহর পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করেছেন পুলিশ।
নিহতরা স্বামী-স্ত্রী হলেন, ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭১) ও তার স্ত্রী মারুনী বিবি (৬৪)। মেয়েদের বিয়ে দেওয়ার পর এ দম্পতি একা বাড়িতে বসবাস করতেন।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলছিলো।শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন কাজলি। প্রতিবেশী শফিকুল ইসলাম আরো বলেন, কাজলি বিবির এমন সংবাদে আশাপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে অনেক ডাকা-ডাকির পরও তাদের সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর স্বামী-স্ত্রী দু'জনের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। স্বামী-স্ত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চত করে
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনস্থলে পৌছে সুরুতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনী বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহর পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
১৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে