নিয়ামতপুরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মারধর
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার" আইডিয়াল স্কুল প্রতারণার আরেক নাম" এই শিরোনামে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সংবাদ প্রচারিত হওয়ায় “দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকাল” পত্রিকার নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ এর উপর হামলা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়াস্থ নিজ বাড়ী থেকে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের সভাপতি মোমিনুল ইসলামের হুকুমে টিকরামপুর গ্রামের আমুর ছেলে রাজু আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবিরের ডাকে জনি আহমেদ বাড়ির উঠানে এলে স্কুলের সংবাদ পরিবেশন করায় অকথ্য ভাষায় গালি গালাজ, দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারপিট শুরু করে। চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সাংবাদিক জনি আহমেদ বলেন,আইডিয়াল স্কুল প্রতারণার আরেক নাম শিরোনামে সংবাদ প্রচার করার জন্য রাজু, হুমায়ন ও মিজানুর আমার উপর হামলা করে। গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান বলেন,এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
১৩ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৪ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে